অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বুধবার বিকেলে আর্থিক সাক্ষরতা কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র কেশবপুর শাখার উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ব্যাংকের কেশবপুর শাখা ব্যবস্থাপক জি এম মুস্তাফা মনোয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক শেখ শাহীন ও সদস্য নূরুল ইসলাম খান। সভায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি, নিবন্ধিত প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা, ব্যাংকিং সম্পর্কিত গুজবে বিশ্বাস না করা, প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিংয়ের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিক ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #
আপনার মূল্যবান মতামত দিন: