মনিরামপুর(যশোর) : ভারতে রাসুল(স:)কে অবমাননার প্রতিবাদে মনিরামপুরের রাজগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আান্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ, রাজগঞ্জ ফাজিল মাদ্রাসা, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খালিয়া মহিলা দাখিল মাদ্রাসা, মোবারকপুর মহিলা মাদ্রাসা, মনিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।
রাজগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজগঞ্জ আঞ্চলিক নেতা ফিরোজ আহমেদ, মেহেদী হামাস সুমন, জুবায়ের হাসান, আপন হোসেন, শান্ত রহমান, তৌফিক সাদিক, পিয়াল হোসেন, আশিকুর রহমান, রুবায়েত রাজা প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: