সালমান শাহ‍‍`র মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০ ১০:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০ ১০:২০

ছবি সমসাময়িক
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-র ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে না ফেয়ার দেশে চলে যান ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। বড় পর্দায় অভিনয় করেছেন মাত্র তিন বছর। এই অল্প সময়েই তিনি দর্শকদের হৃদয় জয় করে উপহার দিয়েছেন মোট ২৭টি সিনেমা। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত-কেয়ামত থেকে কেয়ামত- সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় সালমান শাহ-র। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। বুকের ভেতর আগুন- ছিল সালমান অভিনীত শেষ সিনেমা। ১৯৯৬ সালে নিজ ঘরে সালমান শাহর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।


আপনার মূল্যবান মতামত দিন: