কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের ১৪ শত ঘেরের ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শনে যান ধানের শীষের প্রার্থী মুফতী রশীদ বিন ওয়াককাস। এ সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি ও চলমান সংস্কার কাজের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মুফতী রশীদ বিন ওয়াককাস শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা শোনেন। তিনি বলেন, ভবদহ এলাকার জলবদ্ধতা একটি গুরুতর সমস্যা, যা নিরসনে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে মনিরামপুরের ভবদহ এলাকার জলবদ্ধতা নিরসনে অগ্রাধিকারভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বেড়িবাঁধ সংস্কারসহ স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: