সকল রেকর্ড ভেঙ্গে দিলো "পাঠান

বিনোদন ডেক্স।। | প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০১:১৫

বিনোদন ডেক্স।।
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০১:১৫

ছবি- সমসাময়িক ফটো।

মুক্তির ৩৮ দিন পেরিয়ে সকল রেকর্ড ভেঙে দিলো ‘পাঠান’। ফলে এটিই এখন ভারতের ইতিহাসে হিন্দি ভাষায় সবচেয়ে বেশি আয় করা ছবি।

একের পর এক রেকর্ড ভেঙে বলিউড ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব নিজের করে নিয়েছে শাহরুখের ‘পাঠান’। হিন্দি ভাষায় সর্বোচ্চ আয়কারী সিনামা যেটা দখল করে ছিল দক্ষিণী সিনেমা ‘বাহুবলী ২’, হিন্দিতে ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে এতদিন এটি ছিল শীর্ষে তবে গত বৃহস্পতিবার (২ মার্চ) পর্যন্ত ‘পাঠান’র আয় ছিল ৫১০ কোটি ৫৫ লাখ রুপি। শুক্রবার সেটা ৫১১ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে আয়ের নির্দিষ্ট অঙ্ক জানা যাবে আজ শনিবারের পর।
বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক ও সিনে সমালোচক তরন আদর্শ।
গতকাল এক প্রতিবেদনে তরন আদর্শের হিন্দি ভাষায় সর্বোচ্চ আয়কারী চারটি ছবির তালিকা শেয়ার করেছেন। সেখানে সবার ওপরে এখন ‘পাঠান’। এরপরে যথাক্রমে রয়েছে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ও ‘দঙ্গল’।

এদিকে ‘পাঠান’র নির্মাতা সিদ্ধার্থ আনন্দও বিষয়টি নিয়ে টুইট করেছেন। তিনি বলেছেন, “বাহুবলী-২’র হিন্দি ভার্সনের আয়কে ছাড়িয়ে গেলাম। আমার জন্য এটা গৌরবের মুহূর্ত। আরও একবার ধন্যবাদ সব দর্শককে, যারা ‘পাঠান’কে উৎসাহ দিয়েছেন।”
চার বছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তনের এই সিনেমা আন্তর্জাতিক বাজারেও চুটিয়ে ব্যবসা করছে। ইতোমধ্যে এর বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ১ হাজার ২৬ কোটি রুপি।

উল্লেখ্য, যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্স সিরিজের ছবি ‘পাঠান’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। এছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। অতিথি চরিত্রে চমক দেখিয়েছেন সালমান খান। ছবিটির বাজেট মাত ২৪০ কোটি রুপি। অল্প বাজেটের দারুন ব্যবসাসফল ছবি নিয়ে দারুন সময় কাটাচ্ছে শাহরুখ ভক্তরা।




আপনার মূল্যবান মতামত দিন: