এক নজরে অমর নায়ক সালমান শাহ্

বিনোদন ডেক্স... | প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০৬:১৪

বিনোদন ডেক্স...
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০৬:১৪

ছবি- সমসাময়িক ফটো।

বাংলাদেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ (Salman Shah)। মাত্র চার বছরের চলচ্চিত্র জীবন তার। সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রজগতে পদার্পন করেন সালমান শাহ। প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি তাকে। একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন, চলচ্চিত্রে অভিনয় শুরুর আগেই সালমান শাহ কিছু নাটক এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। জানা যায়, আশির দশকের শেষ ভাগে হানিফ সংকেতের গ্রন্হনায় ‘কথার কথা’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হত। এরই কোন একটি পর্বে হানিফ সংকেতের গাওয়া গানের মিউজিক ভিডিওতে সালমান শাহ মডেল হিসেবে অভিনয় করেন। একজন সম্ভাবনাময় তরুণ পারিবারিক ঝামেলার কারনে কিভাবে মাদকাসক্ত হয়ে মারা যায় সে গল্প ফুটে উঠেছিল মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওটি জনপ্রিয় হলেও অনিয়মিত হওয়ার কারণে দর্শক ধীরে ধীরে তাকে ভুলে যায়। পরবর্তীতে চলচ্চিত্রের মাধ্যমে আবার আলোচনায় আসেন তিনি। সালমান শাহ অভিনীত মোট চলচ্চিত্রের সংখ্যা ২৭ টি। সবচেয়ে বেশী ছবিতে জুটি বেধেছেন শাবনূরের সাথে – ১৪টি। কেয়ামত থেকে কেয়ামত এর মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু এবং বুকের ভেতর আগুন চলচ্চিত্রের মাধ্যমে সমাপ্তি
আসুন জনপ্রিয় এই অভিনেতার নায়িকা ও চলচ্চিত্র প্রকাশকাল জানি...

১। কেয়ামত থেকে কেয়ামত (মৌসুমী) - সোহানুর রহমান সোহান - ২৫.০৩.১৯৯৩ - ঈদুল ফিতর

২। তুমি আমার (শাবনূর) - জহিরুল হক ও তমিজ উদ্দিন রিজভী - ২২.০৫.১৯৯৪ - ঈদুল আযহা
৩। অন্তরে অন্তরে (মৌসুমী) - শিবলি সাদিক - ১০.০৬.১৯৯৪
৪। রঙিন সুজন সখি (শাবনূর) - শাহ আলম কিরণ - ১২.০৮.১৯৯৪
৫। বিক্ষোভ (শাবনূর) - মহম্মদ হান্নান - ০৯.০৯.১৯৯৪
৬। স্নেহ (মৌসুমী) - গাজী মাজহারুল আনোয়ার - ১৬.০৯.১৯৯৪
৭। প্রেমযুদ্ধ (লিমা) - জীবন রহমান - ২৩.১২.১৯৯৪

৮। কন্যাদান (লিমা) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৩.০৩.১৯৯৫ - ঈদুল ফিতর
৯। দেন মোহর (মৌসুমী) - শফি বিক্রমপুরী - ০৩.০৩.১৯৯৫ - ঈদুল ফিতর
১০। স্বপ্নের ঠিকানা (শাবনূর/সোনিয়া) - আবদুল খালেক - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আযহা
১১। আন্জুমান (শাবনাজ) - হাফিজ উদ্দিন - ১৮.০৮.১৯৯৫
১২। মহা মিলন (শাবনূর) - দিলীপ সোম - ২২.০৯.১৯৯৫
১৩। আশা ভালোবাসা (শাবনাজ/সাবরিনা) - তমিজ উদ্দিন রিজভী - ০১.১২.১৯৯৫

১৪। বিচার হবে (শাবনূর) - শাহ আলম কিরণ - ২১.০২.১৯৯৬ - ঈদুল ফিতর
১৫। এই ঘর এই সংসার (বৃষ্টি) - মালেক আফসারী - ০৫.০৪.১৯৯৬
১৬। প্রিয়জন (শিল্পী) - রানা নাসের - ১৪.০৬.১৯৯৬
১৭। তোমাকে চাই (শাবনূর) - মতিন রহমান - ২১.০৬.১৯৯৬
১৮। স্বপ্নের পৃথিবী (শাবনূর) - বাদল খন্দকার - ১২.০৭.১৯৯৬
১৯। সত্যের মৃত্যু নেই (শাহনাজ) - ছটকু আহমেদ - ১৩.০৯.১৯৯৬
২০। জীবন সংসার (শাবনূর) - জাকির হোসেন রাজু - ১৮.১০.১৯৯৬
২১। মায়ের অধিকার (শাবনাজ) - শিবলি সাদিক - ০৬.১২.১৯৯৬
২২। চাওয়া থেকে পাওয়া (শাবনূর) - এম এম সরকার - ২০.১২.১৯৯৬

২৩। প্রেম পিয়াসী (শাবনূর) - রেজা হাসমত - ১৮.০৪.১৯৯৭ - ঈদুল আযহা
২৪। স্বপ্নের নায়ক (শাবনূর) - নাসির খান - ০৪.০৭.১৯৯৭
২৫। শুধু তুমি (শামা) - কাজী মোর্শেদ - ১৮.০৭.১৯৯৭
২৬। আনন্দ অশ্রু (শাবনূর) - শিবলি সাদিক - ০১.০৮.১৯৯৭
২৭। বুকের ভিতর আগুন (শাবনূর) - ছটকু আহমেদ - ০৫.০৯.১৯৯৭

আরআর/বাপ্র




আপনার মূল্যবান মতামত দিন: