কেশবপুরে বাংলা নববর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অলিয়ার রহমান | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৩ ০৬:২৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৩ ০৬:২৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩০ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, কৃষি অফিসার মাহমুদা আক্তার, নির্বাচন অফিসার রবিউল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, সমবায় অফিসার নাসিমা খাতুন, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ দাশ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, ডাঃ সৌমেন বিশ^াস, শিশু একাডেমীর প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু বাপী প্রমুখ।




আপনার মূল্যবান মতামত দিন: