চিরিরবন্দরে মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৩

ছবি সমসাময়িক
স্টাফ রিপোর্টার।। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ও গনপূর্ত বিভাগ দিনাজপুরের বাস্তবায়নে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে দিনাজপুর চিরিরবন্দর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপনের ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ, চিরিরবন্দর ৫ নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ।


আপনার মূল্যবান মতামত দিন: