সাতক্ষীরার তালায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১ ১৭:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১ ১৭:৪১

ছবি সমসাময়িক
মোঃ মানছুর রহমান (জাহিদ)।। সাতক্ষীরা তালায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ৷মঙ্গলবার (৩০ নভেম্বর) উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস ৷ প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানার অফিসার্স ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, পাটকেল থানার অফিসার্স ইনচার্জ কাঞ্চন কুমার রায়, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, শালিকা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সকল ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিক মীর জাকির হোসেন, সাংবাদিক মোঃ আকবর হোসেন, সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন৷অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দ বলেন, উপজেলার আইন শৃংখলা মোটামুটি ভালো, তবে কিছু কিছু জায়গায় মসজিদের সোলার এর ব্যাটারী চুরি, মটর সাইকেল চুরি হচ্ছে, এছাড়া বাজারের ডিউটি না থাকায় একটি সংঘবদ্ধ চোর চক্র সহজে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এছাড়া গোপালপুর স্কুলে মটর ও ফ্যান চুরি হয়েছে ৷ পার্কে স্কুলের শিক্ষার্থীরা নেশা জাতীয় দ্রব্য সেবনসহ ছেলে মেয়েরা আড্ডা দেয়, এ ব্যাপারে ব্যবস্হা গ্রহনের দাবী জানানো হয় ৷এ বিষয়ে তালা থানার অফিসার্স ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ইতিমধ্যে চোর ধরার জন্য একটি টিম গঠন করা হয়েছে ৷ তিনি গুরত্বপূর্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা প্রদানের দাবী জানান, অনুষ্ঠানে আইন শৃংখলা বাহিনীর অনুমতি ছাড়া কোন স্হানে ওয়াজ মাহফিল করা যাবে না, এছাড়া ওয়াজ মাহফিল করার সময় বিভ্রান্তুিমূলক বা সহিংসতা ঘটতে পারে এমন কোন বক্তব্য প্রদান করা যাবে না বলে সভায় হুসিয়ারী ব্যক্ত করা হয় ৷


আপনার মূল্যবান মতামত দিন: