গুলিবিদ্ধের ঘটনায় পটিয়ার জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান সবুজসহ ১৩জনের আগাম জামিন

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি।। | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৫:৩৩

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি।।
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৫:৩৩

ফাইল ফটো

পটিয়ায় তিন যুবলীগ নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনায় আগাম জামিন পেয়েছেন ইউপি চেয়ারম্যানসহ ১৩জন। তারা হলেন- জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

শাহাদাত হোসেন সবুজ, ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অসিত বড়–য়া, যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন, সাবেক ইউপি
মেম্বার আবদুর রাজ্জাক রানা, এনাম হোসেন, আলমগীর, মো. করিম উদ্দিন, মো.আসিফুল ইসলাম, সিরাজুল ইসলাম পাভেল, আবদুল হামিদ, মো. হায়দার, গিয়াসউদ্দিন মিঠু। বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের ডিভিশন হাইকোর্টের ২৮নং আদালত
থেকে পৃথক তিনটি মামলায় ১৩জন আসামীকে আগামী চার সপ্তাহের জন্য বিচারপতি মোস্তাফা জামান ও বিচারপতি মো. সেলিম জামিন দিয়েছেন। উল্লেখ্য, এর আগে গত
১৯ এপ্রিল রাতে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন, সাইফুল ইসলাম ও ইকবালকে গুলিবিদ্ধ করার ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড হয়।
জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে একটি মহল তার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে চলেছে। এর জের ধরে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: