প্রেসক্লাব নওয়াপাড়া'র আহবায়ক সৈয়দ রিপনের আইডি হ্যাক- থানায় জিডি

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১২ মে ২০২২ ০৭:৩৯

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১২ মে ২০২২ ০৭:৩৯

ফাইল ফটো

যশোর অভয়নগর উপজেলার শিল্প ও বন্দর বাণিজ্যিক শহরে অবস্থিত "প্রেসক্লাব নওয়াপাড়া'র আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাংবাদিক মোঃ রিপানুর ইসলাম রিপন (৪২) - এর ০১৭১২-৮৩৯৬৫৭ মোবাইল নম্বার দিয়ে খোলা MD Ripon নামের সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেজবুক আইডি, মেসেঞ্জার হ্যাক হয়েছে।

সাংবাদিক রিপন, নওয়াপাড়া (দক্ষিন) এলাকার সিরাজুল ইসলামের পুত্র।

এ ঘটনায় ১১ মে (বুধবার) সকালে অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

জিডি সুত্রে জানা যায়, গত ১০ মে দিবাগত-রাত রাত অনুঃ ১২:৪৫ টায় সে তার নিজ আইডিতে ঢুকতে গিয়ে ব্যার্থ হয়। পরবর্তীতে সে তার পরিচিতদের মাধ্যমে জানতে পারে তার মেসেঞ্জার ব্যবহার করে কে বা কাহারা বিভিন্ন লোকের কাছে টাকা চাইতেছে। এই আইডি দিয়ে অসামাজিক, রাষ্ট্র এবং আইন বিরুদ্ধ মন্তব্য , পোষ্ট, শেয়ার এবং মান হানীকর কাজ হতে পারে বলে ভুক্তভোগী এ বিষয়ে সাধারণ ডায়েরি করেন।
ভুক্তভোগী সাংবাদিক সৈয়দ রিপন বলেন, এ বিষয়ে অভয়নগর থানা পুলিশকে অবহিত করে একটি সাধারণ ডায়েরি করেছি।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, আজ ১১ মে সকালে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




আপনার মূল্যবান মতামত দিন: