সাংবাদিক সিদ্দিকুর রহমানের ``ইতিহাসে কেশবপুর`` গ্রন্থের মোড়ক উন্মোচন

অলিয়ার রহমান | প্রকাশিত: ১ মার্চ ২০২৪ ২২:১৩

অলিয়ার রহমান
প্রকাশিত: ১ মার্চ ২০২৪ ২২:১৩

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে সাংবাদিক সিদ্দিকুর রহমান রচিত দ্বিতীয় গ্রন্থ ‘ইতিহাসে কেশবপুর’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, সহকারী অধ্যাপক মশিউর রহমান, লেখক নজরুল ইসলাম খান, কবি তাপস মজুমদার, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি তাপস দে, কবি মুনছুর আযাদ, প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইতিহাসে কেশবপুরের লেখক সিদ্দিকুর রহমান। #




আপনার মূল্যবান মতামত দিন: