মোঃ শাহ্ জালাল।। মণিরামপুরের ঐতিহ্যবাহী টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও ভালো ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অধ্যক্ষ একেএম হাবিবুর রহমানের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য জুলফিকার আলি, ঝর্না খাতুন।
আরবী প্রভাষক আবু হানিফের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শামছুর রহমান, ফজলুর রহমান, বদিউজ্জামাল, প্রভাষক মনিরুল ইসলাম, মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, রুমিছা খাতুন, শফিকুল ইসলাম, শোভন রেজা, শাহাদাৎ হোসেন, আনোয়ারা খাতুন, সহকারী মৌলভী আব্দুর রউফ, মিজানুর রহমান, নাজমুল হোসেন, রেজোয়ান হোসেন,দ, মাওলানা নজরুল ইসলাম, আব্দুল গনি, তবিবুর রহমান, আব্দুল কাদের, আফস সহকারী মিজানুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।
এ বছর যারা ভাল ফলাফল করেছে তাদের উৎসাহ এবং যারা খারাপ ফলাফল করেছে তাদের সান্তনা প্রদান করে আগামীতে আরও ভালো ফলাফল করার উৎসাহ প্রদান করেন অতিথিরা।
আপনার মূল্যবান মতামত দিন: