মণিরামপুরের কবি রাম প্রসাদ কুমার কুন্ডুর কবিতা "অন্তিম লগ্নের ভাবনা"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৭

ছবি সমসাময়িক
 

অন্তিম লগ্নের ভাবনা রাম প্রসাদ কুমার কুন্ডু

দিন যত যাচ্ছে ততই মোহ কেটে যাচ্ছে এই পৃথিবীর ব্যস্ততা আর অর্থের পেছনে ছুটতে গিয়ে হারিয়ে যাচ্ছে বিশুদ্ধ বাতাস আর স্নেহ ভালোবাসা যেখানে ছিল শিশুদের কোলাহল পদচারণায় মুখরিত সকাল-বিকাল সেখানে আজ কংক্রিটের বিশাল ভবন হারিয়ে যাচ্ছে সবুজ অরণ্য হারাচ্ছে নদীর কুল

ছুটতে ছুটতে ক্লান্ত আজ, তবু ছুটছে সবাই পৃথিবীর এই মেরু হতে অন্য মেরুতে যেখানেই যাই ভেজাল খাবার,নেই কোন মুক্ত বাতাস অনেকে অনাহারে দিন কাটিয়ে দেয় তবুও থেমে নেই তাদের পথচলা জীবনের শেষ বেলায় যেমন সূর্যটাও লাল হয় ভেবে দেখি কিছু করতে পারিনি পৃথিবীর লাগি সবই হলো নিজের তবুও হয়নি ভোগের ভাবনাটা হোক সবার জন্য তাতে যদি বেঁচে থাকে কিছু খেয়ে,ভাল থাক সব মানব জীবন ।




আপনার মূল্যবান মতামত দিন: