কবি শামসুন্নাহার এর কবিতা "সমুদ্রস্নান"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মার্চ ২০২১ ১২:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২১ ১২:৩৩

ছবি সমসাময়িক
 

"সমুদ্রস্নান" শামসুন্নাহার

সীমাহীন দিগন্ত জোড়া আকাশ নীচে সমুদ্রের বিশাল জলরাশি ঢেউয়ের উচ্ছালতায় ভাসছে চর মাঝে মাঝে ঢেউয়ের ভালোবাসা স্পর্শ করে যাচ্ছে দুটি চরণ। এ যেন ভালোলাগার এক অন্য অনুভূতি। সময়তে হারিয়ে যাচ্ছি প্রকৃতির অবগাহনে রচিত হচ্ছে মনে কল্পের সাতকাহন । মন বলছে ঢেউয়ের সাথে জড়াজড়ি করে সময় কাটিয়ে করে ফেলি সমুদ্রস্নান, সমুদ্র পাড়ে আসলে ভালোলাগায় মন ছুঁয়ে যায় এর গভীরতা তোয়াক্কায় থাকে না । প্রকৃতিই প্রকৃতিগতভাবে মনকে সহায়তা করে মনের জমানো কষ্টগুলো ঢেউয়ের দোলায় ভাসিয়ে নিয়ে যায়, সাগর পাড়ে আসলে একটি কাব্যিক মন মনের কোণে উঁকি দেয় । মনে হয় কলমের ছোঁয়ায় এটাকে উন্মুক্ত করে দেয় জনকল্যাণে । বলতে ইচ্ছে করে এসো বন্ধু একবার হলেও সাগর পাড়ে, ঢেউয়ের দোলায় সময় কাটিয়ে একটি তাজা মন নিয়ে ফেরো সকলে। দেখবে প্রকৃতি তোমার কষ্ট গুলো ভুলিয়ে তোমাকে পূর্ণ করেছে সতেজতায়।




আপনার মূল্যবান মতামত দিন: