পটিয়ায় স্বতঃস্ফূর্তভাবে খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতী আজমেরী (র:) ওরশ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। ১০ ফেব্রুয়ারী শুক্রবার পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে ওরশ পরিচালনা কমিটি নেতৃবৃন্দরা দক্ষিণ চট্টগ্রামে পটিয়ায় সর্ববৃহৎ মেজবানের আয়োজন করে। এতে আনুমানিক ৩৫/৪০ হাজার মানুষ মেজবানে অংশ নিয়ে তবররুক গ্রহণ করে। অত্যান্ত সুশৃঙ্খলভাবে মেজবান ও পরিচালনা করেন কমিটির নেতৃবৃন্দ। উক্ত ওরশে সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর মেয়র আইয়ুব বাবুলসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান মেম্বার, কাউন্সিলর উপস্থিত থেকে তবররক গ্রহণ করেন। এসময় ওরশ পরিচালনা কমিটি’র নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন, ওরশ পরিচালনা কমিটির সভাপতি সাবেক কমিশিনার হাজী নুরুল ইসলাম, সাধারন সম্পাদক এমএ আবছার, অর্থ সম্পাদক দিদারুল আলম, কমিটির আবদুল মাবুদ, আবদুল ছবুর, আবুল বশর, আবদুল জব্বার, হাজী রফিক আহমদ, আবদুল মতিন, আবুল হাশেম মিন্টু, আবদুল কুদ্দুস, আহমেদ নবী, জানে আলম, এসএম আমান উল্লাহ আমিরী, নুরুল আবছার, দিদারুল আলম, সাইফুল ইসলাম, বেলাল হোসেন, কাজী বেলাল, বাদশা মিয়া, আবুল বশর, গাজী মনির, মো: হেলাল, মো: মফিজ, ইউনুছ, রুবেল, মাকদুসুর রহমান, আবদুল মোতালেব প্রমুখ। ওরশ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক দিদারুল আলম জানান,প্রায় ৩৫/৪০ হাজার খাজা মঈনুদ্দিন চিশতি (র:) আশেকানে ভক্ত অনুরক্ত ওরশ উপলক্ষে মেজবানে অংশ নিয়ে তবররুক গ্রহণ করে এবং শুক্রবার বাদে মাগরিব থেকে মেজবান খাবার পরিবেশন করে রাত দেড়টা পর্যন্ত চলে বলে জানান। এব্যাপারে কমিটির নেতৃবৃন্দ শুকরিয়া আদায় করেন।
আপনার মূল্যবান মতামত দিন: