মনিরামপুরে দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মীয়নেতৃবৃন্দের সাথে বিএনপির মনবিনিময় সভা

মণিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৩

মণিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৩

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ।

মনিরামপুর(যশোর)প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে আনন্দঘন পরিবেশ দূর্গোৎসব উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে সনাতন ধর্মীয় নেতাদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলিয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহŸায়ক সন্তোষ স্বরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু, সাধারন সম্পাদক তরুন কুমার শিল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সন্তোষ রায়, সিনিয়র যুগ্ম আহŸায়ক হরিচাদ মল্লিক, পূজা উদযাপন পরিষদের সুনিল কুমার ঘোষ প্রমুখ। বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন জানান, এবার উপজেলায় ৯৭ টি মন্ডপে দূর্গোৎসব পালিত হবে। আনন্দঘন পরিবেশ দূর্গোৎসব পালনের জন্য বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।




আপনার মূল্যবান মতামত দিন: