দ্রুতই মেসির বার্সা ছাড়ার ঘোষণা, ম্যানসিটির বিকল্প প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৯

ছবি সমসাময়িক
বার্সেলোনায় আর থাকছি তা- এই বার্তা দিয়ে লিওনেল মেসি যখন ফ্যাক্স করে তার ক্লাবকে জানিয়ে দিয়েছিলেন। তবে বিবিসি এবার জানিয়েছে, মেসি নাকি বার্সার আগে তার এই সিদ্ধান্তের বিষয়ে ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা করেছিলেন। মেসিকে ধরে রাখতে না পারা এবং ক্লাবের ফলাফল বিপর্যয়ের কারণে ব্যাপক সমালোচনা ও নিন্দার মুখে পড়া বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তামেউ ঘোষণা দিয়েছিলেন, মেসি তার সিদ্ধান্ত পাল্টে শৈশবের ক্লাবে থেকে গেলে তিনি পদত্যাগ করবেন। তবে শেষ খবর অনুযায়ী মেসি আনুষ্ঠানিকভাবে ভক্তদের উদ্দেশ্যে যেকোনো সময় কাতালান ক্লাবটি থেকে বিদায়ের ঘোষণা দিতে চলেছেন। এদিকে, মেসির ফ্রি ট্রান্সফার না হলে এলএম টেনের জন্য ৯০ মিলিয়ন পাউন্ড খরচে প্রস্তুত সিটিজেনরা। এমনকি মেসিকে পেতে বার্সাকে বিকল্প প্রস্তাবও সিটি দিয়ে জানিয়েছে- জেসুস, সিলভা ও গার্সিয়া ছেড়ে দিতে তারা রাজি। ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, ফ্রি ট্রান্সফার না পেলে সোয়াইপ ডিলের কথা ভাবছে সিটি। স্প্যানিশ পত্রিকা স্পোর্টের খবর, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস, পর্তুগিজ মিডফিল্ডার বারনার্ডো সিলভা আর স্প্যানিশ সেন্টারব্যাক ও ২০১৭ পর্যন্ত বার্সায় খেলা এরিক গার্সিয়াকে দিতে চায় সিটি। সেই সাথে সাড়ে ৮৯ মিলিয়ন পাউন্ড। প্রস্তাবটা বার্সার জন্য বেশ সুবিধার। কারণ লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে গ্যাব্রিয়েল জেসুসকে আগে থেকেই ভাবছিল কাতালানরা। গার্সিয়াও ছিল বার্সার রাডারে। তবে ওর বিনিময়ে সিটির দাবি করা সাড়ে ২০ মিলিয়ন পাউন্ড খরচ করার ইচ্ছা ছিল না তাদের। তবে এসবের বিনিময়েও বার্সা মেসি ছেড়ে দিতে রাজি হবে কি না সেটা পরস্কার না এখনো। আর ফ্রি ট্রান্সফারের ব্যাপারে মেসি যদি বার্সেলোনাকে চাপ দেয় তবে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারেন আর্জেন্টাইন সুপারস্টার, এমন শঙ্কা ক্রীড়া আইনজীবীদের। মেসি যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে ক্লাব ছাড়ার নোটিশ দেননি, তাই রিলিজ ক্লজে ছাড় দিতে নারাজ বার্সা। কাতালান ক্লাবটার সাথে সবশেষ ২০১৭ সালের চুক্তি অনুযায়ী মেসির রিলিজ ক্লজ করা হয়েছিল ৭০০ মিলিয়ন ইউরো।


আপনার মূল্যবান মতামত দিন: