করোনায় আক্রান্ত নেইমার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০ ১০:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০ ১০:০২

ছবি সমসাময়িক
আশঙ্কা অবেশেষে সত্য হলো। ফুটবল বিশ্বের কাছে এলো আরেকটি দুঃসংবাদ। করোনাভাইরাn (কোভিড-১৯) আক্রান্ত হলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এক্সপ্রেস ডটঅ ইবিজার সমুদ্রসৈকতে সময় কাটিয়ে ফেরার পরই নেইমারের করোনা আক্রান্ত হওয়া নিয়ে আশঙ্কা করা হচ্ছিল। অবশ্য এর কারণও রয়েছে। কারণটা হলো তার সঙ্গে সমুদ্রে যাওয়া অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের করোনায় আক্রান্ত হওয়ার কথা আগেই জানাজানি হয়ে যায়। এবার নেইমারেরও আক্রান্তের খবর এলো। তিন খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের এখন সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কয়েকদিনের মধ্যে অন্য খেলোয়াড় ও অন্য কর্মীদেরও করোনা পরীক্ষা করা হবে জানায় তারা।


আপনার মূল্যবান মতামত দিন: