জামালপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার।। | প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০৪:৫৪

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার।।
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০৪:৫৪

ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাজেদা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২১ জুন)দিনব্যাপী বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।অনুষ্ঠানে এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী লৎফর রহমান, বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সমাজসেবক মোতালেব সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মুন মুন জাহান লিজা ও উপস্থিত বক্তারা সাজেদা ফাউন্ডেশনের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও শরীরচর্চা ও খেলাধুলা আয়োজন করতে সংস্থার প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: