কেশবপুরে আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অভয়নগর চ্যাম্পিয়ান

অলিয়ার রহমান | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ১০:২৫

অলিয়ার রহমান
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ১০:২৫

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে শনিবার (৫ নভেম্বর - ২০২২ইং) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনিস্টেডিয়াম ( পাবলিক ময়দানে) আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর সদর উপজেলাকে হারিয়ে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।
উক্ত ফুটবল টুর্নামেন্টে উভয় দলের খেলোয়াড়দের নিদিষ্ট ৯০ মিনিটের খেলায় বিরতির আগে ১-১ গোলে সমতায় থাকে। বিরতির পর খেলায় অভয়নগর উপজেলা ১ গোল করেন। যশোর সদর উপজেলা নিদিষ্ট সময়ে গোল পরিশোধ করতে না পারায় ২-১ গোলের ব্যবধানে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হয়েছেন।
উক্ত খেলায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের চাম্পিয়ান ট্রফি ও ১’লক্ষ টাকার চেক এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ৭০’হাজার টাকার চেক তুলে দেন যশোর-৬ কেশবপুরের সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দীন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন।
খেলা শেষে বিজয়ী অভয়নগর উপজেলা ফুটবল একাদশ দলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আওরঙ্গকে যশোরের হোটেল আল জাবের ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার তুলে দেওয়া হয়। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের যশোর সদর উপজেলার ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ হাসানকে পুরস্কার তুলে দেন।
ফুটবল খেলা উপভোগ করতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে যশোর জেলা সহ বিভিন্ন উপজেলার নারী ও পুরুষ দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শুধু তাই নয়! খেলা উপভোগ করতে পৌর ভবনের ছাদে, উপজেলা পরিষদের ছাদে, কেশবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাদে, মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ সহ বিভিন্ন বাসা বাড়ির ছাদে হাজার হাজার দর্শকদের বসে ও দাঁড়িয়ে খেলা উপভোগ করতে দেখা গেছে। তবে খেলা উপভোগ করতে আসা হাজার হাজার দর্শকের সমাগম ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে কোন প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি।
হাজার-হাজার দর্শক মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পেরে ফুটবল প্রেমীদের অনেকেই উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।
উক্ত খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নাসির উদ্দীন, সহকারী রেফারি ছিলেন নাজমুল হুদা, আব্দুর রহমান এবং চতুর্থ রেফারি ছিলেন আতিয়ার রহমান এবং ম্যাচ রেফারি ছিলেন নূরুল ইসলাম খান।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শেখ রেজাউল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, মহির উদ্দীন মাহি।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা শুরুর আগে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শ্যামল সরকার, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, সদস্য রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিত নাথ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসাইন মোহাম্মদ ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমূখ।
উল্লেখ্য, যশোর জেলার ৮ টি উপজেলা নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর আয়োজন করেন কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যশোর উপজেলা বনাম কেশবপুর উপজেলা ফুটবল একাদশ দলের উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেছিলেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।




আপনার মূল্যবান মতামত দিন: