কেশবপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৫

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৫

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে মঙ্গলবার ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব প্রমুখ।
সমাপনী দিনে ফুটবল টুর্নামেন্টের(বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। একই মাঠে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। খেলা শেষে অতিথিবৃন্দ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। #




আপনার মূল্যবান মতামত দিন: