কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় কলাগাছি চ্যাম্পিয়ান

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩ ০০:১৯

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩ ০০:১৯

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধি:


যশোরের কেশবপুরে বুধবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  পশ্চিম সারুটিয়া ও কৃষ্ণনগর যুব সংঘের উদ্যোগে এ হাডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে। 

উপজেলার সারুটিয়া গ্রামের সমাজসেবক সেলিম মোল্ল্যার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুর রহমান, আফসার উদ্দীন গাজী আবুল কালাম পাটোয়ারী, আলমগীর হোসেন ও আব্দুর রশিদ এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন। খেলায় রেফারি ছিলেন শওকত হোসেন। ধারা বর্ণনায় ছিলেন মহির উদ্দীন মাহী, শামসুর রহমান ও বিকাশ মন্ডল। 

সন্ধ্যায় এ খেলার ফাইনালে কেশবপুরের কলাগাছি দল ২-০ গোলের ব্যবধানে ডুমুরিয়ার চুকনগর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন দল কলাগাছিকে একটি ফ্রিজ ও রানার্স আপ চুকনগর দলকে একটি এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ। #




আপনার মূল্যবান মতামত দিন: