কাবাডি খেলার হারানো সেই গৌরব ফিরিয়ে আনতে হবে : ডিআইজি মহিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১ ১১:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১ ১১:২৬

ছবি সমসাময়িক
তাজাম্মূল হুসাইন, যশোর থেকে ফিরে:
খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, মাদক মুক্ত যুবসমাজ গড়তে খেলা-ধুলার বিকল্প কিছু নেই। কাবাডি খেলাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। কাবাডি খেলা এখন বাংলাদেশ কাবাডি দল দেশের বাহিরের মাটিতে গৌরব অর্জন করে চলেছে। তাই কাবাডি খেলার হারানো গৌরব ফিরিয়ে আনার উদ্দেশ্যে সকল পেশার মানুষদের কাবাডি খেলায় অংশ গ্রহণ করে কাবাডি খেলাকে পুনর্জীবিত করতে হবে।
বৃহস্পতিবার জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাদশাহ ফয়সাল ঈদগাহ মাঠে আইজিপি কাপ আন্ত: জেলা জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা (বালক ও বালিকা) অনুর্ধ্ব ১৯ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইনের সঞ্চলনায় প্রধান অতিথি ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) আরো বলেন, 'কাবাডি আমাদের জাতীয় খেলা। গ্রাম-গঞ্জের যেখানেই যাই কাবাডি খেলা দেখতে পাই। পুলিশ ব্যবস্থাপনায় বাংলাদেশ কাবাডি খেলায় এগিয়ে যাচ্ছে। কাবাডি ফেডারেশনের খুলনা বিভাগীয় দায়িত্ব এস এম ইয়াকুব আলী পাওয়ার পর এ খেলায় প্রাণ ফিরেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম ইয়াকুব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অফিসার ও ফোর্সবৃন্দ।
উল্লেখ্য, আইজিপি কাপ আন্ত: জেলা জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা (বালক ও বালিকা) অনুর্ধ্ব ১৯ সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। খেলার পৃষ্টপোষকতায় ছিলেন সিটি প্লাজা শপিং কমপ্লেক্সে ও হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল।
দুটি ফাইনালে (বালক ও বালিকা) খেলার ফলাফলঃ
প্রথম ফাইনাল নড়াইল জেলা কাবাডি বালিকা দল বনাম ঝিনাইদহ জেলা কাবাডি বালিকা দল। নড়াইল জেলা কাবাডি বালিকা দল বড় পয়েন্টের ব্যবধানে বিজয়ী হয়, স্কোরঃ- নড়াইল-৬৯ এবং ঝিনাইদহ-১৭,
বালকদের ফাইনালে যশোর জেলা কাবাডি বালক দল বনাম সাতক্ষীরা জেলা কাবাডি দল, অত্যন্ত শ্বাসরুদ্ধকর মাচে যশোর জেলা বালক কাবাডি দল মাত্র এক পয়েন্টের ব্যবধানে জয় লাভ করে, স্কোরঃ- যশোর-৩৪ এবং সাতক্ষীরা-৩৩



আপনার মূল্যবান মতামত দিন: