স্টাফ রিপোটার্স।। যশোরের বিপুল পরিমাণ ইয়াবাসহ মোঃ কুদ্দুস আলী (২৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল ৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যা পোনে ছয়টায় সদর উপজেলার 
বাউলিয়া চাদপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 
আটক কুদ্দুস জেলার কোতোয়ালি থানার বড়আচড়া এলাকার মোঃ কাজল হোসেনের পুত্র। 
ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া চাদপাড়া এলাকার জয় স্টোরের সামনে
অভিযান চালিয়ে 
কুদ্দুসের কাঁধে থাকা স্কুলব্যাগের মধ্যে ২০ টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে সর্বমোট ৩৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। সে একজন 
পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে যশোর জেলার একাধিক থানায় মামলা রয়েছে। 
এ ঘটনায় তার বিরুদ্ধে
কোতোয়ালি থানায় 
মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: