ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে মনিরামপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।। | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১৯:৫০

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।।
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১৯:৫০

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।। যশোরের জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যা আগামি ৮ নভেম্বর থেকে শুরু হবে। এ টুর্নামেন্টে জেলার আটটি উপজেলা অংশ নিবেন। টুর্নামেন্টে অংশ নিতে মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় প্রস্তুতি সভার। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মাসুদুর রহমান, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী সহকারি অধ্যাপক আহসান হাবিব লিটন, মাওলানা মহিউল ইসলাম, প্রেসক্লাব সভপতি মজনুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ফুটবল ফেডারেশনের রেফারি কবির হোসেনসহ ফুটবলারগন। এসিল্যান্ড মাসুদুর রহমান জানান, টুর্নামেন্টে অংশ নিতে কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, ফুটবলারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। এছাড়া বাছাইকৃত ফুটবলারদের নিয়মিত প্রাকটিসের ব্যবস্থাসহ ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: