যশোরে ২৬৫ বোতল বিদেশী মদ সহ আটক-১

যশোর থেকে।। | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ২২:১৪

যশোর থেকে।।
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ২২:১৪

ফাইল ফটো

স্টাফ রিপোটার্স।। যশোরে বিভিন্ন ব্রান্ডের ২৬৫ বোতল বিদেশী মদ সহ আব্দুর রাজ্জাক (২০) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যরা।

গতকাল ৯ নভেম্বর (রবিবার) রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজ্জাক
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার
গোলাপ নগর এলাকার
আব্দুর রহমানের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জেলা কার্যালয়, যশোরের উপপরিচালক
মোঃ আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জানতে পারি সাদা রংএর টয়োটা ব্রান্ডের প্রাইভেট কারে মাদকের একটি বড় চালান আসছে সংবাদ পেয়ে ঘুনি রাস্তার মোড় রেলগেট এলাকার অভিযান চালিয়ে
প্রাইভেট কারে থাকা
২৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে রাজ্জাক নামের একজনকে আটক ও মাদক বহনকারী প্রাইভেটটি জব্দ করা হয়। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: