অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর আলোচনা সভার সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, ডা. আখিরুজ্জামান, ডা. সৌমেন বিশ্বাস, ডা. আমিরুজ্জামান, ডা. সমরেশ বিশ্বাস, ডা. মাইশা মালিহা মিশা, ডা. শিবলী খাতুন, ডা. জয়তী রায়, ক্যাশিয়ার মনিরুজ্জামান, পরিসংখ্যানবীদ গৌতম দাস, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম, সেবিকা মেরিনা পারভীন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, ‘গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে নারীদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণই হলো নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার বিষয়ে সভায় আলোচনা করা হয়’। #
আপনার মূল্যবান মতামত দিন: