
মনিরামপুর(যশোর)প্রতিনিধি।। যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে করনীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। মেডিকেল অফিসার ডা. রুহুল আমিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.ফায়াজ আহমেদ ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) মাসুদুর রহমান, থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমির ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সন্তোস স্বর, আবাসিক মেডিকেল অফিসার ডা.অনুপ কুমার বসু, মেডিকেল অফিসার ডা. সায়ফুদ্দিন আহমেদ, সাংবাদিক বাবুল আকতার, উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। আবাসিক মেডিকেল অফিসার ডা.অনুপ কুমার বসু জানান, মত বিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

আপনার মূল্যবান মতামত দিন: