মনিরামপুর(যশোর)প্রতিনিধি।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার যশোরের মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক মত বিনিময় করেন। সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে বিজয়ী হলে যেকোন মূল্যে মনিরামপুর থেকে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানসহ সর্বস্তরে দূর্নীতিমুক্ত করা হবে। এছাড়াও পৌরশহরের যানজট মুক্ত, সড়ক প্রশস্তকরনসহ সার্বিক উন্নয়ন করে মনিরামপুরকে উন্নয়নের মডেল হিসেবে দাড় করানো হবে। আর এ জন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।
প্রেসক্লাব সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারি অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি সহকারি অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা মহিউল ইসলাম, সহকারি অধ্যাপক আহসান হাবিব লিটন, শামিম রেজা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, প্রেসক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম,সহকারি অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দিন, এসএম সিদ্দিক, সহকারি অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: