তবে কি মুশফিকের জায়গায় তাওহিদ

ক্রিড়া ডেক্স।। | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ২১:২৪

ক্রিড়া ডেক্স।।
প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ২১:২৪

দৈনিক সমসাময়িক ফটো।।

মুশফিকুর রহিমের জায়গায় বাংলাদেশের টেস্ট দলে সুযোগ পেতে যাচ্ছেন তাওহিদ হৃদয়, শেষ ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এই চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে যান মিস্টার ডিপেন্ডেবল। গুঞ্জন আছে, মুশফিকুর রহিমের জায়গায় বাংলাদেশের টেস্ট দলে সুযোগ পাচ্ছেন তাওহিদ হৃদয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখনও হৃদয়ের দলে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে গুঞ্জন আছে, মুশফিকের বিকল্প হিসেবে নির্বাচক কমিটি তাওহিদ হৃদয়কে টেস্ট দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তাইতো আগামীকালের মধ্যেই হৃদয়ের সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়।

গত বছরের মার্চে আন্তর্জাতিক অভিষেক হওয়া হৃদয় বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট দলে ডাক পাওয়ার পর এবার তার সামনে খুলে যাচ্ছে টেস্ট অভিষেকের দুয়ারও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। চট্টগ্রামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।




আপনার মূল্যবান মতামত দিন: