কেশবপুরে শত্রুতার বলি কৃষকের তিন ফলন্ত নারকেল গাছ

অলিয়ার রহমান | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ২০:৩৯

অলিয়ার রহমান
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ২০:৩৯

ছবিঃ নিউজ

কেশবপুর (যশোর) প্রতিনিধি


যশোরের কেশবপুরে জমি বিরোধে জালাল উদ্দীন (৪৩) নামে এক কৃষকের তিনটি ফলন্ত নারকেল গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে উপজেলার বেলকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনা উল্লেখ করে জালাল উদ্দীন থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেলকাটি গ্রামের মৃত বিলাত আলী মোড়লের ছেলে জালাল উদ্দিনের সঙ্গে তার ভাই জামাল হোসেন (৫০), ভাইপো রায়হান গোসেন (২৫) ও হুমায়ুন কবিরের (২৮) জমি ও গাছ গাছালি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত রোববার দুপুরে (৫ নভেম্বর) তার জমিতে রোপনকৃত তিনটি ফলন্ত নারকেল গাছ কেটে দিয়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। সুষ্ঠু বিচারের আশায় ঘটনাটি উল্লেখ করে জালাল উদ্দীন থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
কৃষক জালাল উদ্দিন বলেন, ‘নারকেল গাছের গোড়া থেকে দেড় হাত উপরে এমনভাবে কাটা হয়েছে; একটু বাতাস হলে গাছ পড়ে যাবে। এ গাছ আর বাঁচবে না।’
অভিযোগের বিষয়ে জামাল হোসেন বলেন, ‘নারকেল গাছগুলো আমাদের তিনজনের কেউই কাটিনি। ভাইপো মেহেদী হাসান রায়হান গাছগুলো কেটেছে। শত্রুতাবশত আমাদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক তাপস কুমার রায় বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ #




আপনার মূল্যবান মতামত দিন: