কেশবপুরে বাসী ও ভেজাল খাদ্যে হোটেল রেস্টুরেন্ট সয়লাব

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪ ২২:১৪

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪ ২২:১৪

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশেবপুর প্রতিনিধিঃ


কেশবপুর উপজেলাময় বাসী ও ভেজাল খাদ্যে হোটেল রেস্টুরেন্ট সয়লাব।
রমজান কে পুঁজি করে কেশবপুর পৌরশহর থেকে গ্রাম পর্যায়ে সব জায়গায় ইফতারীর জন্য যে পিয়াজি, বেগুনি, আলুর চপ, ছোলার ঘুগনি, শাহি জেলাপীতে অতিরিক্ত রং সহ বেসোনের পরিবর্তে আটা ও চাউলের গুড়া ব্যবহার করছে ব্যবসায়ী গন। সেই সাথে বিক্রয় শেষে যা থেকে যায় সে গুলি পরের দিন পুনঃরয় গরম করে বিক্রি করা হচ্ছে । বাসী জেলাপি নতুন জেলাপীর সাথে মিশিয়ে বিক্রি করছেন প্রায় দোকানে। দেখার কেউ নেই।
রোজার শুরুতে কেশবপুর পৌর মেয়রের উদ্যোগে হোটেল রেস্টুরেন্ট এর মালিক দের সতর্ক করে

পৌর এলাকায় মাইকিং করতে দেখা যায়।আর কোনো নড়াচড়া নেই। এই সুজুগে অসাধু ব্যবসায়রা পচা বাসী ভেজাল ইফতারি সামাগ্রী বিক্রি করে যাচ্ছে। সরেজমিন দেখা গেছে রাত ১০টার পরও অধিকাংশ হোটেল রেস্টুরেন্টে অবিক্রীত ইফতারি সামাগ্রীতে শোকেস ভর্তি।
বিশেষ সুত্রে জানাগেছে, অবিক্রীত মালামাল আগামীকাল বিক্রির উপযোগী করে চালিয়ে দেওয়া হয় সুকৌশলে।
কেশবপুরের সচেতন মহল কতৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেছে।#




আপনার মূল্যবান মতামত দিন: