গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী তালগাছ মার্কার আবু বকর সিদ্দিক

অভিজিৎ কুমার দাস, গাইবান্ধা জেলা প্রতিনিধি।। | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০৫:২০

অভিজিৎ কুমার দাস, গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০৫:২০

ফাইল ফটো

গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত তালগাছ মার্কার প্রার্থী আবু বকর সিদ্দিক নির্বাচিত ।

১৭ই অক্টোবর ২২ ইং তারিখে সদর উপজেলা সহ জেলার ৭ উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ নির্বাচন। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।সকাল ৯টায় ইলেক্ট্রনিক ভোটিং ডিভাইস (ইভিএম) এর মাধ্যমে শুরু হয় ভোট গ্রহন। জেলার সদরসহ উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, জেলা র‍্যাব কমান্ডার আসিফ উদ্দৌলা। জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ অলিউর রহমান ভোট গ্রহন শেষে বিকাল ৫ঘটিকায় গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি (তালগাছ প্রতীক) আবু বকর সিদ্দিক এর নাম ঘোষণা করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আতাউর রহমান সরকার আতা (ঘোড়া প্রতীক)।
চেয়ারম্যান পদে তালগাছ মার্কা আবু বকর সিদ্দিক ও ঘোড়া মার্কার প্রার্থী আতাউর রহমান আতার ৭ উপজেলার প্রাপ্ত ভোট পরিসংখ্যান হচ্ছে সুন্দরগন্জ উপজেলায় তালগাছ ৮৩-ঘোড়া মার্কা-১২৬, সাদুল্লাপুর উপজেলায় তালগাছ ৮৮-ঘৌড়া মার্কা ৫৬.
সাঘাটায় তালগাছ ৫৪ভোট-ঘোড়া মার্কা ৩৮ভোট,ফুলছড়িতে তালগাছ মার্কা ৫২ভোট-ঘোড়া মার্কা ৭৪ভোট,গাইবান্ধা সদরে তালগাছ ৯৬ভোট-ঘোড়া মার্কা ৮৬ভোট,পলাশবাড়িতে তালগাছ মার্কা ৬৫ভোট-ঘোড়া মার্কা ৫২ভোট, গোবিন্দগঞ্জে তালগাছ ১৪১- ঘোড়া মার্কা প্রার্থী ৯২ভোট পেয়েছেন।
তালগাছ মার্কার প্রার্থী আবু বকর সিদ্দিক মোট ভোট পেয়েছেন ৫৭৯, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান আতা ঘোড়া মার্কা মোট ভোট পেয়েছেন ৫২৪ ভোট।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ অলিউর রহমান বলেন, চুড়ান্ত ভাবে ভোট গণনার পর বিকেল ৫ঘটিকায় ৫৫ভোটে তালগাছ মার্কা এগিয়ে থাকায় তালগাছ মার্কার প্রার্থী আবু বকর সিদ্দিক কে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়।

 




আপনার মূল্যবান মতামত দিন: