মণিরামপুর পৌরসভা নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৩

ছবি সমসাময়িক
মণিরামপুর প্রতিনিধি।। গত ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত মণিরামপুর পৌরসভা নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে। গতকাল নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা প্রকাশিত এ গেজেট হাতে পেয়েছেন। ১ মেয়র, ৯ সাধারণ কাউন্সিলর ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলিয়ে মোট ১৩ পদে বিজয়ীদের এ গেজেট প্রকাশ করা হয়। ৮ ফেব্রুয়ারী ২০২১ তারিখের বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এবং ১৪ ফেব্রুয়ারী ২০২১ তারিখে প্রাপ্ত স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৪৩ বিধি মোতাবেক উপজেলার মণিরামপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত প্রার্থীদের নাম ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এমতাবস্থায় মাননীয় আদালতের কোন স্থগিতাদেশ অথবা আইনগত কোন জটিলতা না থাকলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। অবশ্যই গেজেট প্রকাশিত হওয়ার পর ২০ কর্ম দিবসের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণের বিধান রয়েছে। মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন বর্তমান পরিষদের মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। সাধারণ কাউন্সিলর পদে ১নং-(হাকোবা)-ওয়ার্ডে মোহাম্মদ আজিম, ২নং-(মহাদেবপুর-গাংড়া-জয়নগর)- ওয়ার্ডে সুমন কুমার দাস, ৩নং-(মণিরামপুর)-ওয়ার্ডে বাবুলাল চেীধুরী, ৪নং-(দূর্গাপুর-স্বরুপদাহ)-ওয়ার্ডে মোঃ আদম আলী, ৫নং-(তাহেরপুর)-ওয়ার্ডে মোঃ আসাদুজ্জামান মোড়ল, ৬নং-(জুড়ানপুর-বিজয়রামপুর আংশিক)-ওয়ার্ডে মোঃ আঃ কুদ্দুস, ৭নং-(মোহনপুর)- ওয়ার্ডে কামরুজ্জামান, ৮নং-(কামালপুর-মোহনপুর আংশিক)-ওয়ার্ডে মোঃ বাবুল রহমান, ৯নং-(বিজয়রামপুর) -ওয়ার্ডে মোঃ আইয়ুব পাটওয়ারী নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং-(১,৫,৬)-সংরক্ষিত ওয়ার্ডে অনিমা মিত্র, ২নং-(২,৩,৪)-ওয়ার্ডে মোছাঃ অফেলা খাতুন এবং ৩নং-(৭,৮,৯)-ওয়ার্ডে গীতা রানী কুন্ডু বিজয়ী হন। উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারী মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বর্তমান পরিষদের মেয়াদ শুরু হয়। সে মোতাবেক ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারী বর্তমান পরিষদের ৫বছর মেয়াদ পূর্ণ হয়। সে ক্ষেত্রে গেজেট প্রকাশের ২০ দিনের মধ্যে যে কোনো দিন নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।


আপনার মূল্যবান মতামত দিন: