এক ভোটের দাবিতে চলছে সংঘাত, আহত-৩০ আটক-১৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১ ১৭:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১ ১৭:৩৮

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নে ২৮ তারিখ ইউপি ভোট কে কেন্দ্র করে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রমোদ বিশ্বাস ও জীবন বিশ্বাসের কর্মী সমার্থকদের মধ্যে সকাল থেকে চলছে দিনভর সহিংসতা এতে দুই পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানা যায়। মেম্বর পদে জীবন বিশ্বাসের কাছে মাত্র এক ভোটে হেরে যান প্রমোদ বিশ্বাস, ভোটের ফল পাবার পর থেকে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এবং আজ সকাল থেকেই সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষ। এমন ঘটনার জের ধরে পরিস্হিতি নিয়ন্ত্রণ আনতে উভয়পক্ষের এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছ শালিখা থানা পুলিশ। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রমোদ বিশ্বাস ও জীবন বিশ্বাস। এ নির্বাচনে জীবন বিশ্বাস ৯৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী প্রমোদ বিশ্বাস ৯৯৫ ভোট পেয়ে ১ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো, সকালে স্থানীয় ধনেশ্বরগাতী বাজারে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হলে দুই পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের এক পক্ষ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও আরেক পক্ষ যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে সংবাদ মাধ্যম জানতে পারে। পুলিশ এই সহিংসতা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে বলে জানান শালিখা পুলিশ প্রশাসন। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারকনাথ বিশ্বাস ঘটনার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, 'পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে, এ সংঘর্ষের ঘটনায় উভায় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছে'।


আপনার মূল্যবান মতামত দিন: