আবারও নৌকার মাঝি রামনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১ ১৫:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১ ১৫:১৩

ছবি সমসাময়িক

মোঃ ওয়াজেদ আলী কুয়াদা (যশোর) প্রতিনিধি।।

যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার পর ইউনিয়নে কে হবে নৌকার মাঝি? এমন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তথা নৌকাকে ভাসমান রাখতে আবারও আ:লীগের মনোনিত প্রার্থী হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইউনিয়নের বর্তমান দায়িত্বে থাকা চেয়ারম্যান নাজনীন নাহার ও ইউনিয়ন এর আগেও তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন । গত ৩ তারিখ প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম চুড়ান্ত করলে এমন তথ্য নিশ্চিৎ হওয়া যায়। এদিকে চেয়ারম্যান নাজনীন নাহার আবারও সরকার দলীয় প্রতীক নৌকা পাওয়ায় বাঁধ ভাঙ্গা আনন্দ ফেঁটে পড়ে ইউনিয়নবাসী। আনন্দীত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নাজনীন নাহার চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়নের অনেক উন্নয়ন হয়েছে। যুব সমাজকে একত্রিত রেখে ইউনিয়নকে শৃঙ্খল ইউনিয়ন করেছে। সরকারের সমস্ত সুযোগ সুবিধা জনগণের মাঝে পৌঁছে দিয়েছে। আমরা তাকে আবারও নির্বাচিত করে এ উন্নয়নের ধারা চলমান রাখতে চাই। এ বিষয়ে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজনীন নাহার জানান, ত্যাগেই ভালোবাসা মিলে। আমি ইউনিয়নের জন্য ও ইউনিয়ন বাসীর জন্য আমার জীবন যৌবন, সংসারের মায়া, দিন রাত উপেক্ষা করে নিরলস ভাবে কাজ করার চেষ্টা করছি। যার বহি:প্রকাশ ইউনিয়ন বাসীর ভালোবাসা। নৌকা জনগণের প্রতীক, উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা নিয়ে আবারও ইউনিয়নবাসীর কাছে পাঠিয়েছেন। জনগণ আবারও আমাকে তাদের মতামত দিয়ে পুনরায় নির্বাচন করবেন এতটুকু বিশ্বাস আস্থা আমার আছে। উল্লেখ্য যশোর সদর উপজেলাতে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছরের আগামি ০৫ জানুয়ারী।


আপনার মূল্যবান মতামত দিন: