উৎসবের আমেজে চলছে মাগুরার ৮ ইউপিতে ভোট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১ ০৮:৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১ ০৮:৫৮

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের আওতায় মাগুরা শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের ভোটারগণ। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই মহিলা ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ করা যাচ্ছে। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটিতে ব্যালট পেপার ও একটি ইউনিয়নে ইভিএমে (গয়েশ্বরপুর ইউনিয়ন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন মাগুরা জেলার প্রধান নির্বাচনী কর্মকর্তা। এবং নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন। এছাড়া সদস্য পদে ২৬৬ ও সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন। উপজেলার ১ লাখ ৩৮ হাজার ৮১৭ জন ভোটার ৮৮ কেন্দ্রের ৪০৬টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেখানে পুরুষ ভোটার রয়েছে ৬৭ হাজার ৩৩৬ ও মহিলা ভোটার রয়েছে ৬৯ হাজার ৪৮১ জন। তবে উপজেলার ৮৮টি কেন্দ্রের মধ্যে ৭৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন জেলার প্রধান নির্বাচনী কর্মকর্তা অলিউল ইসলাম। তিনি বলেন, ‘অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও এখনো পর্যন্ত নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নায়, তবে আমরা সবধরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে রেখেছি।


আপনার মূল্যবান মতামত দিন: