মনিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১ ১৩:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১ ১৩:৪৯

ছবি সমসাময়িক
  স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)।। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উদ্যোগে সোমবার মনিরামপুর উপজেলার কুমারঘাটা, কালিবাড়ি এবং নেহালপুর বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন হারে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এ অভিযানে নেতৃত্ব দেন। ওয়ালিদ বিন হাবিব জানান, প্রথমে মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা বাজারের ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার এবং মুদি দোকান রাশেদ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এসময় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজসহ বিভিন্ন অনিয়মের দরুন এক হাজার টাকা এবং রাশেদ এনটারপ্রাইজে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে নেহালপুর ইউনিয়নের কালিবাড়ি বাজারে মেসার্স আমেনা ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ন ওষুধ বিক্রি ও সংরক্ষনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তিতে নেহালপুর বাজারের ফাইভ স্টার বেকারীতে অভিযান চালিয়ে আট হাজার এবং মুদি দোকান রুমা এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের ক্যাব সদস্য আবদুর রকিব সরদার এবং পলিশের একটি টিম।


আপনার মূল্যবান মতামত দিন: