মনিরামপুর সরকারি কলেজ থেকে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

সমসাময়িক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬ ১৯:২৮

সমসাময়িক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬ ১৯:২৮

ফাইল ফটো

মোঃ শাহ্ জালাল।। যশোরের মণিরামপুর উপজেলার সনামধন্য প্রতিষ্ঠান মনিরামপুর সরকারি কলেজ থেকে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জি এম রবিউল ইসলাম ফারুকী ও টানা ৪র্থ বার শ্রেষ্ঠ শিক্ষক এবং দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

গত ১১ জানুয়ারি মণিরামপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকী ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ যাচাই বাছাইয়ে গত বারের মতো কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। এদিকে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মণিরামপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকীসহ অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯, ২০২২ ও ২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ যাচাই বাছাইয়ে তাকে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক এবং টানা দুই বার শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত করেছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।

মোস্তাফিজুর রহমান যশোর জেলার মণিরামপুর উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী ৪নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের মৃত জালাল উদ্দীন গাজীর সাল থেকে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে অত্যন্ত সততা, দক্ষতা এবং নীতিবানের সাথে ছাত্রছাত্রীদের শিক্ষাদান এবং দায়িত্ব পালন করে চলেছেন। মোস্তাফিজুর রহমান বিশেষ এক সাক্ষাৎকারে বলেন, তার এই ক তিত্ব অর্জনে তিনি সকল শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে তার এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের নিকট দোয়া কামনা করেছেন।




আপনার মূল্যবান মতামত দিন: