মোটর-সাইকেল চোর চক্রে সেচ্ছাসেবক দলের নেতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ০৪:৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ০৪:৩১

ছবি সমসাময়িক

রাশেদ রেজা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরায় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের নিকট হতে চুরি হওয়া ৩টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুসসহ মটর সাইকেল চোরাই চক্রের ৬ সদস্যকে ডিবি পুলিশ আটক করেছে। বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া তিনটি মটর সাইকেলও তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। মাগুরা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে চুরি হওয়া তিনটি মটর সাইকেল মাগুরার একটি চিহ্নিত চোরচক্রের হেফাজতে রয়েছে এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশ রোববার মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামের নাসিম মোল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় নাসিম মোল্যার ছেলে আবদুল হালিমকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাই আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মাগুরা ডিবি ইনস্পেক্টর জয়নাল আবেদিন জানান, পুলিশের হাতে আটক আবদুল হালিমের স্বীকারোক্তি এবং ব্যাপক তথ্যানুসন্ধ্যানের পর মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত শহরের পারনান্দুয়ালী গ্রামের সাদেক আলির ছেলে আবদুল কুদ্দুস, একই গ্রামের সিকান্দার মুন্সির ছেলে ইনামুল হোসেন, মাসুদ হোসেন ফয়সালের ছেলে কামরুজ্জামান কাজল এবং বরাশিয়া গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে আরমান ও তুহিন রেজার ছেলে রেজওয়ান আহমেদ সালমানকে আটক করা হয়। সংবাদ মাধ্যম যানতে পেরেছে, মোঃ আব্দুল কুদ্দুস জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার আটককৃতদের আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠান। এই চক্রটি দীর্ঘদিন ধরে মাগুরা ছাড়াও নিকটবর্তী বিভিন্ন এলাকায় মটর সাইকেল চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে ডিবি কর্মকর্তা জানান।


আপনার মূল্যবান মতামত দিন: