আমার জীবনের মূল লক্ষ আমার আমিতে থাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ১৯:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ১৯:২৭

ছবি সমসাময়িক
অনলাইন ডেস্ক।। রোমাঞ্চকর সব কিছু আমার ভালো লাগে। ঝুঁকির মাঝে কিছু সময় কাটাতে, জীবনের মানে খুঁজতে আর অজানাকে জানতে বারবার ছুটে যেতে চাই লক্ষ্যহীন উদ্দেশ্যে। সেই অভিজ্ঞতা মাঝে মাঝে তিক্ত হয়ে যায়, কিন্তু অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে থাকি আমি। ইন্টার পাশের পর অনার্স ২য় বর্ষ থেকে ৪ বছর নিজের ডিপার্টমেন্টের ছোট ভাই বোনদের গনিত ও পরিসংখ্যান পড়িয়েছি। অর্নার্স পাশের পর মন ছুটেছিল নিজের পায়ে দাঁড়াবো, সেই সুবাদে জব করেছি, এডমিন, এইচ আর বিভিন্ন পোস্টে। মাস্টার্স পাশের পর জবটা নিজ ইচ্ছায় ছেড়ে আবার গনিত পরিসংখ্যান ও কিছু বইয়ের প্রুভ রিডিং করেছি। ২০২০ সালের করোনায় যখন লাস্ট বিসিএস ধোঁয়াসায় তখন শিখেছিলাম গ্রাফিক্স ডিজাইন।৷ এখনো কাজ করে যাচ্ছি। ২০২১ সালে ফ্রিলায়েন্সিং এর পাশাপাশি একটি বিজনেস দাঁড় করাতে চাইলাম। এখন স্মৃতিগুলো সুযোগ পেলেই আমার সাথে উপহাস করে। আর আমি নিরুপায় হয়ে স্মৃতিগুলোর দিকে তাকিয়ে বেহায়ার মত হাসতে থাকি। নিষ্ঠুর বাস্তবতার কাছে আমি সব সময় শক্ত ছিলাম। তবু সময়ের টানে আর জীবনের প্রয়োজনে কিছু বাস্তব আর কাল্পনিক স্বপ্ন দেখি। সমস্যা শুধু এটাই আমি নিজের সাধ্যের বাইরে চেয়েছি নিজের জন্য কিছু। চেয়েছি আমার জীবনের সেই প্রতিটা না পাওয়া, প্রতিটা স্বপ্ন নিজের যোগ্যতা দিয়ে পেতে। সমাজের কাছে এটাই তিরস্কার। আমার কাছে এটাই আমার জীবন। দিন শেষে একটা মজার ব্যাপার হলো আমি এমন মানুষ যে রোজ রোজ মানুষের বিরক্ত হয়ে ছুঁড়ে মারা পাথর, ধোঁকা দেওয়া বালি, পাটকেল পেতে ছুঁড়ে মারা ইট দিয়েই নিজের জন্য স্বপ্নের কারখানার ভিত্তি স্থাপন করি। কি দরকার ইটের জবাব পাটকেল দিয়ে দেবার?? মাঝে মাঝে আমার হাসি যথেষ্ট তাদেরকে আমার জীবনে তাদের জায়গা দেখিয়ে দেবার৷ যারা আমার কাছের তাদের আমি ছাড়ি না। যারা আমার কাছের না আমি তাদের হিসাবে গুনি না। লেখা - SF Jyoti ফেসবুক


আপনার মূল্যবান মতামত দিন: