ফোনের ওপার থেকে অপরিচিত কণ্ঠস্বর ভাই আমাকে বাঁচান

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ১৬:২৩

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ১৬:২৩

ছবি- মণিরামপুর নিউজ প্রতিনিধি।

টিক টিক টিক টিক ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে নয়টা হঠাৎ একটা কান্না জড়িত ফোন, ফোনের ওপার থেকে অপরিচিত কণ্ঠস্বর ভাই আমাকে বাঁচান। আমি নিরুপায় আমার অন্তঃসত্ত্ব স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মনিরামপুর হাসপাতালে টাকার অভাবে তার সিজার করাতে পারছে না। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা নরমাল ডেলিভারি চেষ্টা করা হয় মনিরামপুর হাসপাতালে। কিন্তু কোন অবস্থায় নরমাল ডেলিভারি না হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে ক্লিনিকে নিতে হবে কিন্তু টাকা তো নেই কাছে। কোন উপায়ান্তু না পেয়ে লোকটি মণিরামপুরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অসহায় মানুষের আশ্রয়স্থলের শেষ ঠিকানা দানবীর এসএম ইয়াকুব আলীর কাছে ফোন করেন। ফোন করা মাত্রই এস এম ইয়াকুব আলী তার পরিবার ব্যক্তি কোন দল করে কোন কিছুই তিনি জানতে চাননি বা শুনতে চাননি। সাথে সাথে মনিরামপুরে তার শুভাকাঙ্ক্ষী শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম কে টাকা নিয়ে ছুটে যেতে বলেন মণিরামপুর হাসপাতালে।

ঘটনা গত রবিবার ৮৯, যশোর-০৫ মণিরামপুর নির্বাচনী এলাকার। রোগী খেদাপাড়া ইউনিয়নের চাদপুর মাঝিয়ালী গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী মিম খাতুন। এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এস এম ইয়াকুব আলীর সহয়তায় মা ও সন্তান দু'জনি আল্লাহর রহমতে ভালো আছে। এমন অনেক ফোনের ইতিহাস আজকের এস এম ইয়াকুব আলী।




আপনার মূল্যবান মতামত দিন: