পটিয়ায় রেমিট্যান্স যোদ্ধা আরিফ উদ্দিন সংবর্ধিত

সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা।। | প্রকাশিত: ১৮ মে ২০২২ ১৫:৪৭

সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা।।
প্রকাশিত: ১৮ মে ২০২২ ১৫:৪৭

ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংক কর্তৃক (২০১৯-২০২০) রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায় পটিয়ার কৃতি সন্তান পটিয়া প্রবাসী সমিতি (আবুধাবী) এর সহ-সভাপতি মোহাম্মদ আরিফকে সংবর্ধিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পটিয়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে পটিয়া প্রবাসী সমিতি (আবুধাবী) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আ.লীগের সভাপতি আ.কম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সহ সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, জেলা যুবলীগ সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, পটিয়া পৌর আ.লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, সংগঠনের উপদেষ্টা মাহবুবুল আলমের সভাপতিত্বে ও মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাউন্সিলর গোফরান রানা, শফিউল আলম, গিয়াস উদ্দিন আজাদ, সরওয়ার কামাল রাজীব, শেখ সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, ফেরদৌস আকতার, আ.লীগ নেতা শহীদুল আলী মঞ্জু, রতন চক্রবর্তী, ফরিদুল আলম, নাজিম উদ্দিন পারভেজ, নুরুল করিম, সাইফুল্লাহ পলাশ, খোরশেদ আলম।

এতে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভুমিকা অপরিসীম। দেশে বৈধ পথে অর্থ পাঠানোর মাধ্যমে প্রবাসীদের সুনাম বিশে^ ছড়িয়ে পড়েছে। একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন অনেকটাই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই হয়ে থাকে। তাই প্রবাসীরা দেশের উন্নয়নের অংশীদার। তাদেও সম্মানিত করা আমাদের নৈতিক দায়িত্ব। পটিয়ার আরিফ বাংলাদেশ ব্যাংক কর্তৃক (২০১৯-২০২০) রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায় পটিয়ার ভাবমুর্তি উজ্জল করায় আমরা তার প্রতি কৃতজ্ঞ। পরে মোহাম্মদ আরিফকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ অতিথিবৃন্দ।




আপনার মূল্যবান মতামত দিন: