পশ্চিমবঙ্গের পিএসসি অফিসে অভিযান করলো আইসিডিএস পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২ ০৮:১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২ ০৮:১৫

ছবি সমসাময়িক
 

পশ্চিমবঙ্গ থেকে।।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে পশ্চিমবঙ্গের পিএসসি অফিস অভিযান করলো আইসিডিএস পরীক্ষার্থীরা, তাদের দাবি আমাদের ভাতা নয়, চাকরি চাই, তারা বলেন নারী শাসিত রাজ্যে নারীরাই কেন অবহেলিত, মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী, তবে দেশি কেন নারীদের এইভাবে অবহেলা করা হচ্ছে, রাজ‍্যে ভেঙে পড়া শিশু স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে আইসিডিএস সুপারভাইজারদের অবিলম্বে নিয়োগ করতে হবে ,এই দাবি নিয়ে আজ ডেপুটেশন দিলেন, কেন আড়াই বছর বাদেও আমাদের রেজাল্ট আউট হলো না, আমাদের চাকরিতে নিয়োগ করা হলো না, আইসিডিএস পরীক্ষার্থীরা আজ বেশ কয়েকটি দাবি জানান, ৩১ শে জানুয়ারী মধ্যে পরীক্ষার খাতা দেখা শেষ করতে হবে ,এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, ... নন জয়নিং সিট এ ভ্যাকেন্সি আপডেট করে ওয়েটিং লিস্ট প্রকাশের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করতে হবে, মেধা তালিকা প্রকাশের সময় প্রার্থীর নাম রোল নম্বর ইন্ডিভিজুয়াল মার্কস এবং কাটআপ প্রকাশ করতে হবে,। আজ ডেপুটেশন দিলেন এই দাবিগুলি নিয়ে ইন্দ্রজিৎ ঘোষ ,বিকাশ ঝা শর্মিষ্ঠা চক্রবর্তী, শ্রীরূপা মান্না, ইমরান হোসেন এবং বিজয়, তারা ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনোরকম আশার আলো আমরা পাইনি, আমরা জানিয়ে এসেছি যদি আমাদের দাবি মত কাজ না হয়, তাহলে আমরা লাগাতার অবস্থান করবো,.... রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়


আপনার মূল্যবান মতামত দিন: