সিজন আর্ট একাডেমী আয়োজিত, বর্ষবরণ উৎসব- 2022

কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।। | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ১৮:১১

কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ১৮:১১

  ফাইল ফটো

সিজন আর্ট একাডেমী আয়োজিত, বর্ষবরণ উৎসব 2022, অনুষ্ঠিত হলো মিলিত সংঘ ক্লাব সংলগ্ন ,মহিষবাথান এলাকায়, আজ বিকেল চারটে শুভ সূচনা হলো, শুভ সূচনা করলেন প্রধান অতিথি অগ্নিনির্বাপক পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মন্ত্রী সুজিত কুমার বসু মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক বেলেঘাটা বিধানসভা পরেশ পাল মহাশয়, মাননীয় মহানাগরিক বিধান নগর কৃষ্ণা চক্রবর্তী, প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত ঘোষ যিনি নিজের প্রচেষ্টায় এই ধরনের একটি অনুষ্ঠান কে সবার সম্মুখে তুলে ধরলেন, যার প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় এই একাডেমী আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছে, উদ্যোগে মহিষবাথান এলাকা দেওয়াল গুলি সুন্দর চিত্র দ্বারা ফুটিয়ে তুলেছেন, মনিশ মুখার্জি পৌর পিতা 28 নম্বর বিএম সি ,ও চেয়ারম্যান , প্রবীর সরদার পৌরপিতা ওয়ার্ড 28 বিএম সি, শ্যামাদাস মনের মিলন, চামেলি নস্কর পৌর মাতা ওয়ার্ড 36 বিএম সি, ক্ষিতীশ মন্ডল বিশিষ্ট সমাজসেবী, দেবব্রত মুখার্জি প্রখ্যাত চিত্রশিল্পী, বিশ্বনাথ বসু চিত্র অভিনেতা, এছাড়া উপস্থিত ছিলেন একাডেমির সকল সদস্য এবং ছাত্র-ছাত্রীবৃন্দ যাদের সহযোগিতায় এই অনুষ্ঠান এবং বর্ষবরণ উৎসব আলোকিত হয়ে উঠেছে, মঞ্চে শিল্পীদের কে শ্রদ্ধাঞ্জলি জানান মাননীয় বিধায়ক, মন্ত্রী ও কাউন্সিলররা, তারা সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ,লতামঙ্গেসকার, বাপি লাহিড়ী এবং ওয়াসিমের প্রতিকৃতিতে মাল্যদান করেন, সকল অতিথিবৃন্দদের প্রত্যেককে প্রথমে উত্তরীয় ব্যাচ ও হাতে সম্মান দিয়ে বরণ করে নেন, এবং একটি করে চারাগাছ দেন ,এরপর সংক্ষিপ্ত বক্তৃতা মধ্য দিয়ে মাননীয় বিধায়ক সুজিত বসু জানান সত্যি এটা গর্বের, এরকম এলাকায় এই ধরনের যে একটি অনুষ্ঠান করেছে এর জন্য ধন্যবাদ জানায় সংস্থার কর্ণধার সুব্রত ঘোষ মহাশয়কে যিনি তার প্রচেষ্টায় শুধু বর্ষবরণ উৎসব করেননি, তিনি এলাকার রাস্তার ধারের ওয়াল গুলিকে যেভাবে চিত্র দ্বারা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন ,তার জন্য আমরা কৃতজ্ঞ, তবে আমি এইটুকু নিয়ে বলবো যদি কোনভাবে আমার সহযোগিতা দরকার হয়, তবে অবশ্যই আমি এই ধরনের কাজের জন্য সাহায্যের ও সহযোগিতার হাত বাড়িয়ে দেব , বিকেল থেকেই মঞ্চে যেসকল দর্শক বসে ছিলেন, সকলে আনন্দিত এবং তারা জানান যে করোনার পর এই ধরনের একটি অনুষ্ঠান হওয়ায়য় আমরাও খুশি, তবে একাডেমীর কর্ণধার সুব্রত ঘোষ জানান এটা একার পক্ষে সম্ভব নয় ,যদি সবাই মিলে না সহযোগিতা করত ,আমি নিমিত্ত মাত্র, অনুষ্ঠান এবং আমাকে জেভাবে চিএ শিল্পীরা, নিত্য শিল্পীরা, সঙ্গীত শিল্পীরা সহযোগিতা করেছেন ,আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ এলাকাবাসীর কাছে এবং ক্লাবের সদস্যদের কাছে, সবাই সহযোগিতা না করতো তাহলে এই এলাকায় এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয় ,আমাকে অন্য কোথাও করতে হতো ,কিন্তু আমি চাইনা আমার এলাকা ছেড়ে অন্য কোন হলে গিয়ে এই প্রোগ্রাম করি, তাই আমি সবার কাছে কৃতজ্ঞ আজকের অনুষ্ঠান কে এইভাবে আলোকিত করার জন্য,। বিশেষভাবে যারা সহযোগিতা করেছেন এবং সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা হলেন, মনের মিলন ,মিলিত সংঘ, আকার, শিভম যোগা সেন্টার ,গোপাল নার্সারি, রান্নাবাড়ি, শুধু এতেই ক্ষান্ত নয় এলাকায় যে সকল ছোট ছোট বাচ্চারা চিত্র আকানো গান-বাজনা সেকেন্ড তাদের প্রত্যেককে শুভ নববর্ষের বাৎসরিক অনুষ্ঠান হাতে সার্টিফিকেট ও পদক তুলে দেন।




আপনার মূল্যবান মতামত দিন: