সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যান্ত পরিচিত মুখ ফাতেমা নাজনীন প্রিসিলা পেলেন সম্মাননা

অনলাইন নিউজ ডেস্ক।। | প্রকাশিত: ১ জুন ২০২২ ০৭:০২

অনলাইন নিউজ ডেস্ক।।
প্রকাশিত: ১ জুন ২০২২ ০৭:০২

ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যান্ত পরিচিত মুখ ফাতেমা নাজনীন প্রিসিলা। তিনি আলোচনায় এসেছেন মূলত নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে সমাজ সচেতনতামূলক এবং অনুপ্রেরণামূলক ভিডিও প্রকাশ করে। বিভিন্ন সময় দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েও কুড়িয়েছেন প্রশংসা। এবার নিজের ভালো কাজের জন্য স্বীকৃতি পেলেন প্রিসিলা। গত ২৯ মে রাতে নিউইয়র্কের কুইন্স সেন্টারে আমেরিকায় বিশেষ অবদানের জন্য ১২তম এনআরবি তারকা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অনলাইন এবং সামাজিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয় প্রিসিলাকে। তার হাতে সম্মাননা তুলে দেন যুক্তরাষ্ট্রের কুইন্স কোর্টের ক্রিমিনাল জাষ্টিস কারেন গোপী। সঙ্গে ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, ডা. হাসান, আয়োজক শোটাইম মিউজিকের আলমগীর খান আলম প্রমুখ| এছাড়াও অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন স্টেটের গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন| সম্মাননা পাওয়ার পর প্রিসিলা তার বক্তব্যে ফেসবুক, ইউটিউব ও ইন্সট্রাগ্রাম মিলে ৬ মিলিয়ন ফলোয়ার, যারা তাকে নিয়মিত সাপোর্ট দিয়ে আসছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রিসিলা এ বছর সাংবাদিকতা ও আইন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ভবিষ্যতে আরও বেশি সামাজিক কাজ করতে চান তিনি।




আপনার মূল্যবান মতামত দিন: