আনিস হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৬:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৬:১৩

ছবি সমসাময়িক
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।। আনিস হত্যার প্রতিবাদে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ডাকে, মৌলালী কংগ্রেসের বিধান ভবন থেকে পার্ক সার্কাস ৭ পয়েন্ট পর্যন্ত প্রতিবাদ মিছিল...,। বিভিন্ন জেলা থেকে সাড়ে ৩৫০ থেকে ৪০০ কংগ্রেস কর্মী বিধান ভবন এর সামনে জমায়েত হন এবং বিধান ভবন থেকে বেলা দুটোর সময় সভাপতি অধীর রঞ্জন চৌধুরীসহ কংগ্রেসের বিভিন্ন সদস্য মিছিলে পায়ে পা মেলান । তাদের দাবী অবিলম্বে সিবিআই তদন্ত চাই, আনিস হত্যার আসল কারণ কি, কেন এত দেরি হচ্ছে, কেন এখনো দোষীরা শাস্তি পেল না ,মাননীয় মুখ্যমন্ত্রী সবার সামনে বলেছিলেন ১৫ দিনের মধ্যে আসল দোষী বেরোবে, কিন্তু আজ ১২ দিন হয়ে গেল কেন এখনও দোষীর শাস্তি হলো না, তাই পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের আনিস খানের হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয় যতদিন না আনিস খানের দোষীর শাস্তি হবে ততদিন আমরা এ লড়াই চালিয়ে যাব, দরকার পড়লে দিল্লিতে গিয়ে আমরা আন্দোলন করবো। একদিকে তুহিনা খাতুন এর মা রেজাউন রহমানের মা ইনসাফ চেয়েছেন, দোষীর শাস্তি চেয়েছেন, অন্যদিকে আনিস খানের বাবা সালেম খান ইনসাফ চাইছেন, দোষীর শাস্তি হোক ,আমরাও তাই সত্য উদ্ঘাটনে লড়াই চালিয়ে যাব। আমি আগামীকাল আনিসের বাবার সাথে কথা বলেছি তিনি সরাসরি সিবিআই তদন্ত দাবি করেছেন। যদি না সঠিক বিচার হয় এবং সিবিআই তদন্ত না করে তবে আমরা রাস্ট্রপতির কাছে যেতেও দ্বিধা করবো না, আমরা রাষ্ট্রপতি সাথে দেখা করব। আর একটা কথা বললেন আমরা জানি যদি কেউ মারা যায় মুসলিম সম্প্রদায়ের কোন কারনে যতক্ষণ না তদন্ত সম্পন্ন হবে তাকে কবর দেওয়া যায় না কিন্তু এখানে কোনরকম তদন্ত না করেই তাকে কবর দেয়া হয় এবং পুনরায় কবর থেকে তুলে আবার পোস্ট মাটাম রেকর্ড করা হয় কিন্তু সেই রিপোর্ট আজও আনিস খানের বাবার হাতে পৌঁছায় না। কেন এই ঢিলেমি ,কিসের জন্য ঢিলেমি, আমরা সব বুঝতে পারছি, তবে কিছুতেই ধামাচাপা দেওয়া যাবে না। মাননীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয় বললেন উদাহরণ দিয়ে হাতি যেমন খাবার জন্য দাঁত ব্যবহার করে দেখানোর জন্য দাঁত ব্যবহার করে দিদি বাংলার মানুষকে ধোকা দেয়ার জন্য বাংলার মানুষকে ধোকা বানাচ্ছে। দিদি সব জেনেও ঘুমিয়ে আছে। তাই কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে যত দূর যেতে হয় আমরা যাব, আনিস খান এর সত্য ঘটনা উন্মোচন করব। আমরা কংগ্রেস করি আমরা মাঠে-ঘাটে ময়দানে কোটে সব জায়গায় আছি থাকবো, মানুষের পাশেই থাকবো। উপস্থিত ছিলেন এবং মিছিলে পা মেলান জেল্লা কুমার সাহেব, সৌরভ প্রসাদ, মুস্তাক খান, শাদাব খান ,আশুতোষ চ্যাটার্জী ,শুভা দত্ত ,সাহেনা বিবি, নেপাল, সৌম্য ও অন্যান্য সকল কংগ্রেস কর্মী বৃন্দ, মহিলা সদস্য বৃন্দ । রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাস


আপনার মূল্যবান মতামত দিন: