আজ পালিত হল কলকাতায় ৯তম বসন্ত উৎসব- ২০২২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০৯:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০৯:৪৪

ছবি সমসাময়িক
কলকাতা থেকে।। কলকাতা ময়দান মাঠে স্ট্রীট এন্ড মডেল ফটোগ্রাফী ক্লাব এবং অল ইন্ডিয়া টেকনিশিয়ান এন্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও সকল সদস্যদের সহযোগিতায় উৎসব মুখরিত হয়ে উঠেছে, চলছে একদিকে আবীরের খেলা ,অন্যদিকে চলছে মডেল ও ফটোগ্রাফার দের র‍্যাম্প শো ,এছাড়া মঞ্চে চলেছে নাচ গান ও বাউল সংগীত , ছৌ নৃত্য। সম্মানীয় অতিথিদের বরণ করে নেওয়ার পালা , আজকের বসন্ত উৎসবে বহু দূর দূরান্ত থেকে মডেলরা অংশগ্রহণ করেন, এবং প্রত্যেকেকে সম্মানিত করেন সংস্থার কর্ণধার জয়ন্ত দাস গুপ্ত। ওনাকে উৎসাহিত করেন মা সীমা দাশগুপ্ত এছাড়া বাড়ীর পরিবারের সকল সদস্যবৃন্দ। আজকের বসন্ত উৎসব একটা নতুন মাত্রা এনে দেয় দর্শকদের কাছে, যারা ভাবতো শান্তিনিকেতন, বোলপুর ছাড়া এই ধরনের বসন্ত উৎসব ওই ভাবে হয় না কোথাও ,কিন্তু আজ তারা মুগ্ধ কলকাতায় এই ধরনের একটি অনুষ্ঠান দেখতে পেয়ে, এবং করোনা কালে বাইরে বেরিয়ে যে আনন্দ উপভোগ করেছেন দর্শকরা খুশি, তারা জানান প্রায় দু'বছর যাবৎ করোনায় বন্দী থাকার পর আজ আমরা একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। এবং এই উৎসব থেকে একটি ম্যাগাজিনের শুভ সূচনা করলেন ফটোগ্রাফার ও মডেলদের উদ্দেশ্যে। শুধু তাই নয় আজকের অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা পাশে এসে দাঁড়িয়েছেন, তারা জানান আমরা আপনাদের পাশে আছি ,যদি সহযোগিতা করেন নিশ্চয়ই আপনাদের পাশে আমরা থাকবো ,পিয়ারলেস গ্রুপ আজকের অনুষ্ঠানে পাশে এসে দাঁড়িয়েছেন, তারাও ফটোগ্রাফারদের ও মডেলদের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে শেখার সুযোগ এর ব্যবস্থা করে দিয়েছে। মাননীয় জয়ন্ত বলেন এটা আমার একার পক্ষে সম্ভব হতো না যদি আমার পাশে আমার ভাইয়েরা বোনেরা না থাকতো এবং আমার পরিবারের লোকজন না থাকতো আর দর্শকদের আমি অভিনন্দন জানাই তারা এই ধরনের অনুষ্ঠান কে উৎসাহিত ও আলোকিত করেছেন বলে। অনুষ্ঠান চলে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। সংস্থার কর্ণধার প্রশাসন থেকে শুরু করে সিইএসসি , ময়দান কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন এই ধরণের অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। মঞ্চে উপস্থিত ছিলেন সীমা দাস গুপ্ত জয়ন্ত দাস গুপ্ত রমা দাশগুপ্তা জয়স্মিতা দাশগুপ্তা, সিনিয়র ফটোগ্রাফার প্রতাপ বাবু এছাড়া ছিলেন সঞ্চালক তানিয়া, রাহুল, অভি ,বাপ্পা ,সুজন ও অন্যান্যরা এবং অতিথিবৃন্দরা। সমস্ত কিছু প্রটোকল মেনেই আজকের অনুষ্ঠান সুস্থ সুন্দর হবে করলেন সবার সহযোগিতা নিয়ে, সবার সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান সমাপ্ত করলেন। রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়


আপনার মূল্যবান মতামত দিন: