মনে আছে এই মেয়েটির কথা: চার বছরেও হত্যার বিচার পাইনি পরিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ মার্চ ২০২২ ১২:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২২ ১২:৩৮

ছবি সমসাময়িক
নিউজ ডেস্ক।। কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মৃতদেহ ২০১৬ সালের ২০ মার্চ রাতে উদ্ধার করেছেন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন। তনু সেদিন বিকেলে টিউশনি করতে গিয়ে রাত সোয়া দশটা পর্যন্ত বাসায় না ফেরায় উদ্বিগ্ন পিতা টর্চলাইট হাতে নিয়ে মেয়ের খোঁজে বেরিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি কালভার্টের পাশে তনুকে পান। ইয়ার হোসেন বলেছেন, একটু উঁচু জায়গায় জঙ্গল ও গাছ-গাছালির মধ্যে তনুকে পেলাম। গাছের তলায় ওর মাথা দক্ষিণ দিকে আর পা উত্তর দিকে পড়ে আছে। মাথার নিচটা থেঁতলে গেছে। পুরো মুখে রক্ত আর আঁচড়ের দাগ। আমরা পাঁচজন মিলে ওকে সিএমএইচএ নিয়ে যাই।’’ সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তনুকে মৃত ঘোষণা করেন। তনু সম্পর্কে তার বাবা ইয়ার হোসেন আরও বলেছেন: ‘‘আমার মেয়ে দুইটা টিউশনি করত, একদিন পর পর যেত। সাড়ে চারটার দিকে যখন বেরুত ওর মা আনোয়ারা বেগম এগিয়ে দিত। ফেরার পথেও ওর মা কিছু দূর গিয়ে নিয়ে আসত। ওই দিন তনু ওর মাকে বলেছিল, সে একাই আসতে পারবে। এখানে থেকে আমার মেয়েটা স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করেছে। আমি এখানে একত্রিশ বছর চাকরি করি। ৭/৮ বছর ধরে কোয়ার্টারে থাকি। নিরাপদ এলাকা। কারা ওকে মেরেছে, এখন এ নিয়ে কী বলব? আমি এর উপযুক্ত বিচার চাই।’’ আজ চার বছর পর ও তনু হত্যার বিচার হয়নি! একটি স্বাধীন দেশের নাগরিকদের জন্য এর চেয়ে লজ্জার কি হতে পারে?


আপনার মূল্যবান মতামত দিন: